ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দিনাজপুরে বাসচাপায় ২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ১৯ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

দিনাজপুরের বিরামপুরে বাস চাপায় মারা গেছেন ভ্যানচালকসহ দুই জন। 

রোববার সকাল ৭টার দিকে বিরামপুর পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুরে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ি থেকে বিরামপুর শহরে যাচ্ছিলো অটোরিক্সাটি। এ সময় টাটকপুর এলাকায় মহাসড়কে উঠতেই ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিক্সার চালকসহ দুই জনের। 

নিহতরা হলেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের ভ্যানচালক জহুরুল ইসলাম এবং একই গ্রামের সাইদুল ইসলাম। 

এরইমধ্যে মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। এদিকে এ ঘটনার সঙ্গে সঙ্গেই বাস নিয়ে পালিয়ে গেছেন চালক। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি