ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

এবার সুনামগঞ্জে মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৯, ১৯ ডিসেম্বর ২০২১

কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে এবার সুনামগঞ্জে মামলা দায়ের করা হয়েছে।

রোববার দুপুরে অ্যাডভোকেট মো. আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিমের আদালতে মামলাটি নেওয়ার আবেদন করেন।

মামলায় মুরাদ হাসান ছাড়াও আসামি করা হয়েছে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই টকশোর সঞ্চালক মহিউদ্দিন হেলাল নাহিদকে।

মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল হক বলেন, একজন মন্ত্রী যেভাবে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় কথা বলেছেন সেটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনভাবেই কাম্য নয়। এ বক্তব্যে পুরো নারী জাতিকে অসম্মান করা হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি, আদালত সঠিক বিচারের ব্যবস্থা নিবেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি