ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বোনের বাড়ি বেড়াতে এসে খুন করলো যুবক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৭, ২০ ডিসেম্বর ২০২১

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের জামালগঞ্জে বোনের বাড়ি বেড়াতে এসে রিহান নামে ৮ বছরের এক শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তৌহিদকে আটক করেছে স্থানীয়রা।

সোমবার সকাল ১০টার দিকে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্বলক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ইমামুল মিয়া বলেন, ওই গ্রামে গিয়ে জানতে পারি আটক তৌহিদ বৃহস্পতিবার বোনের বাড়িতে আসেন। শুনেছি তৌহিদ মানসিক ভারসাম্যহীনের মতো চলাফেরা করেন। বেড়াতে এসে তিনি ১শ’ টাকা দিয়ে একটি দা কেনেন। প্রতিদিন নাকি তিনি স্বপ্ন দেখেন, তাকে কেউ একজন দা দিয়ে কোপাচ্ছে। ঘুম ভাঙ্গলে পরে সেটা নিয়ে তিনি ভীত ও আতঙ্কিত হয়ে পড়েন।

তিনি বলেন, আজ সকালেও একই স্বপ্ন দেখে তার ঘুম ভাঙ্গলে ঘর থেকে বের হয়ে ৮ বছরের শিশু রিহানকে সামনে পেয়ে দা দিয়ে কোপাতে থাকেন। চিৎকার শুনে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় শিশুকে মাটিতে পড়ে থাকতে দেখেন। 

এরপর তারা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন ও তৌহিদকে আটক করে রাখেন।

জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসলে এটি হত্যা, না অন্য কিছু। পরে বিস্তারিত জানানো হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি