ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রংপুর মেডিকেলে আগুন, পদদলিত হয়ে আহত অর্ধশত রোগী

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩১, ২০ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫টি শয্যাসহ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় পদদলিত হয়ে আহত হন অন্তত অর্ধশত রোগী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের তৃতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। 

এসময় পুরো ওয়ার্ডসহ হাসপাতাল ধোঁয়ার কুণ্ডলীতে ভরে যায়। 

এই ঘটনার পর তড়িঘড়ি করে বের হবার সময় পদদলিত হয়ে অর্ধশতাধিক রোগী আহত হন। অনেক রোগী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। 

বেলা সাড়ে এগারটার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি