ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৮, ২০ ডিসেম্বর ২০২১

আনোয়ার হোসেন বাহার

আনোয়ার হোসেন বাহার

Ekushey Television Ltd.

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন বাহার উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বারেক হাফেজ বাড়ীর মৃত মোখলেছুর রহমানের পুত্র এবং কাবিলপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।

বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারী জানান, তাঁর বিরুদ্ধে পার্শ্ববর্তী সোনাইমুড়ী থানায় ২০০৬ সালের একটি মামলাসহ পৃথক ২টি মামলা রয়েছে। নোয়াখালীর বিশেষ ট্রাইব্যুনাল-০১ ও জেলা দায়রা জজ এবং সিঃ জুডিঃ ম্যাজিঃ আদালত-০৬-এর ওই ২টি পৃথক মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি