ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মোবাইলে বিয়ের পর স্বামী দেশে না আসায় তরুণীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ২১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৫:৫৫, ২১ ডিসেম্বর ২০২১

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়নে ফারজানা আক্তার সোহানা (২০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ বছর আগে এক প্রবাসীর সাথে মোবাইলে বিয়ে হয় সোহানার। বিয়ের পর থেকে প্রবাসী স্বামী দেশে না আসায় তার যাওয়া হয়নি শ্বশুরবাড়ি। এরই মধ্যে আত্মহত্যা করলেন ওই তরুণী।

মঙ্গলবার সকালে পূর্ব সোসালিয়া ছোট শেখের বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফারজানা আক্তার সোহানা ওই বাড়ির সোহাগ শেখের মেয়ে।

পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ বছর আগে এক প্রবাসীর সাথে মোবাইলে বিয়ে হয় ফারজানা আক্তার সোহানার। বিয়ের পর থেকে প্রবাসী স্বামী দেশে না আসায় শ্বশুরবাড়ি যাওয়া হয়নি তার। গত ১ বছর ধরে বাবার বাড়িতে থাকতো সোহানা। মঙ্গলবার সকালের কোন একসময় পরিবারের লোকজনের অজান্তে নিজের কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না গলায় পেঁছিয়ে আত্মহত্যা করে সে।

পরে বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থরে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

চাটখিল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে, জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি