ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা 

প্রকাশিত : ১৯:৩২, ২১ ডিসেম্বর ২০২১

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অবসরপ্রাপ্ত ৬৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজল-ই-খুদা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন, রিজার্ভ অফিসার এসআই বিবেকানন্দ, বীর মুক্তিযোদ্ধাগণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজল-ই-খুদা পলাশ পুলিশের অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান। পরে আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত ও মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন-বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজল-ই-খুদা পলাশ বলেন, পুলিশ পরিবারের বীর মুক্তিযোদ্ধারা শুধু পুলিশের দায়িত্বই পালন করেননি, যুদ্ধ করে উপহার দিয়েছেন স্বাধীন বাংলাদেশ। যাদের অবদান যুগের পর যুগ এদেশে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই পুলিশ মুক্তিযোদ্ধা কিংবা শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশের পক্ষে সর্বোচ্চ সেবা প্রদানে প্রস্তুত থাকবো।

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ১৯৭১ সালে আপনারা যেভাবে দেশের জন্য যুদ্ধ করেছিলেন। আমরা আপনাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বাধীনতা রক্ষায় নিজেদের উৎসর্গ করবো। করোনা মহামারীর সময় যখন ভাই ভাইকে ফেলে সন্তান পিতাকে ফেলে পালিয়েছে। তখন আমারই জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনায় আক্রান্ত হয়ে ৬২৫ জন পুলিশ সদস্য জীবন দিয়েছে। আগামী দিনেও বাংলাদেশ পুলিশ দেশের জন্য, দেশের মানুষের জন্য সব ধরনের  চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকবে। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি