ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাটোরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৮, ২২ ডিসেম্বর ২০২১

নাটোরে হাড় কাঁপানো শীতে বিপর্যস্থ হয়ে পড়া ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। 

মঙ্গলবার রাতে নাটোর রেল স্টেশন প্লাটফর্মে আশ্রয় নেওয়া মানুষদের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি।

এছাড়া কাদিম সাতুরিয়া আশ্রয়ণ প্রকল্প, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি এবং বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় গিয়ে প্রায় সাড়ে চারশ’ দরিদ্র ও ছিন্নমূল মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল তুলে দেন জেলা প্রশাসক। 

সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী সালাহউদ্দিন-আল-ওয়াদুদ, ডেপুটি কালেক্টর জুয়েল আহমেদ প্রমুখ।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নাটোর জেলার অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী ২৮ হাজার ২শ’ কম্বল পাঠিয়েছেন। জেলার সাতটি উপজেলায় পর্যায়ক্রমে এসব কম্বল বিতরণ করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি