ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীর দগ্ধ লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ২২ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নেত্রকোনার কলমাকান্দায় হাত-পা বাঁধা ও আগুনে দগ্ধ অবস্থায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামের নিজ বাড়ির পুকুরের পাশ থেকে ওই  ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। 

নিহত মুজিবুর রহমান (৫০) ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। তিনি এলাকায় গরুর ব্যবসা করতেন।

কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মজিবুরের বাড়ি থেকে প্রায় ২শ’ গজ দূরে পুকুরের পাশের জমিতে আগুন দেখতে পান এলাকাবাসী।  তখন তারা ঘটনাস্থলে গিয়ে মুজিবুরের হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের মুখ দেখে মুজিবুরের লাশ শনাক্ত করেন তার স্বজনেরা। 

খবর পেয়ে বুধবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত্রের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মুজিবরকে হত্যার পর তার শরীরে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে জানান তিনি।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি