ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাইলে চলন্ত বাস থেকে পড়ে চালকের সহকারি নিহত

সরাইল সংবাদদাতা

প্রকাশিত : ১৬:৫১, ২২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৬:৫৮, ২২ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দিগন্ত পরিবহন থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে জাম্মান মিয়া (২৭) নামে এক হেলপার নিহত হয়েছেন। 

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাম্মান মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা রামরাইল ইউনিয়নে ভুলাচং গ্রামের মৃত আরফুজ মিয়া ছেলে। 

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা লোকাল বাস দিগন্ত ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। সরাইলের ইসলামাবাদ নামক এলাকায় বাসের দরজায় থাকা হেলপার ছিটকে মহাসড়কে পড়েন। এসময় ওই বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি