ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে স্টুডেন্ট ভিসায় গমনে নিষেধাজ্ঞা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৯, ২২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৮:১০, ২২ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন ঠেকাতে ভারতে পড়ুয়া স্টুডেন্ট ভিসাধারী বাংলাদেশি শিক্ষার্থীদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। 

বুধবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মীর মুজিবুর রহমান।

ভারতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীরা পড়াশোনা করছে। তারা দু'দেশের মধ্যে যাতায়াত করতে পারছে। কিন্তু হঠাৎ বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মীর মুজিবুর রহমান জানান, ওমিক্রন সংক্রমণ রোধের কথা বলে বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন। বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। 

তিনি আরও জানান, যেসব শিক্ষার্থীদের সামনে পরীক্ষা আছে, উপযুক্ত প্রমাণ দিতে পারলে শুধুমাত্র তাদেরকেই প্রবেশ করতে দিচ্ছে পেট্রাপোল ইমিগ্রেশন। ভারত থেকে যেসব শিক্ষার্থী বাংলাদেশে প্রবেশ করছে তাদের জন্য কোনও নিষেধাজ্ঞা নেই। এ ছাড়া যে কোনও ভিসায় ভারত-বাংলাদেশ যাতায়াতে বাংলাদেশ সরকারের কোনও নিষেধাজ্ঞা দেয়নি। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি