ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বকেয়া বেতন পেলন লক্ষ্মীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৮, ২৩ ডিসেম্বর ২০২১

বকেয়া বেতনের চেক তুলে দিচ্ছেন মেয়র মোজাম্মেল হায়দার

বকেয়া বেতনের চেক তুলে দিচ্ছেন মেয়র মোজাম্মেল হায়দার

লক্ষ্মীপুর পৌরসভায় ২শ’ ৮০ জন কর্মকর্তা-কর্মচারীর ৪৫ লাখ টাকা বকেয়া বেতন দেয়া হয়েছে। নব-নির্বাচিত পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের হাতে বেতনের চেক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. আলাউদ্দিন, নির্বাহী প্রকৌশলী আবুল বাশার, সহকারী প্রকৌশলী একেএম সামছুদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, তহবিলে টাকা না থাকায় দীর্ঘ সাত মাস লক্ষ্মীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন পায়নি। শপথ গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন দেয়ার ঘোষণা দেন মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি