ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নছিমনের ধাক্কায় পথচারী নিহত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ২৩ ডিসেম্বর ২০২১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইটবাহী নছিমন গাড়ির ধাক্কায় কৃষ্ণ হালদার (৩৮) এক পথচারী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে শিকারীপাড়া-বারুয়াখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষ্ণ হালদার নতুন বান্দুরা হালদার পাড়া গ্রামের বাসিন্দা। তার একটি চটপটির দোকান রয়েছে।

নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশফাক রাজীব হাসান জানান, সন্ধ্যায় কৃষ্ণ নামের ওই ব্যক্তি বারুয়াখালী দিকে আসতেছিলেন। হঠাৎ একটি ইটবাহী নছিমন তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে। 

খবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি