ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কটূক্তি করায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নেত্রেকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৬, ২৩ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম সুজন কর্তৃক মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি ও অসদাচরণ করায় মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছে বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। 

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্নস্তরের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা।

কটূক্তি ও অসদাচরণের প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, আব্দুল কাদির, আব্দুর রউফ, সিরাজ উদ্দিন তালুকদার ও নাজিম উদ্দীন প্রমুখ।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুজনকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি পদ থেকে অব্যাহতির দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে মিছিল নিয়ে উপজেলা পরিষদে অবস্থান ধর্মঘট পালন করেন মুক্তিযোদ্ধারা। পরে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি