ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩১, ২৪ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২০:১৩, ২৪ ডিসেম্বর ২০২১

গাজীপুরের কালিয়াকৈরে একটি ঝুটের গোডাউনের আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে বিপুল পরিমাণ তুলা ও পরিত্যক্ত মালামাল।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টার সময় কালিয়াকৈর উপজেলা বরাব এলাকায় রফিক মুন্সির ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
 
প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পাঁচটার সময় আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে গোডাউনে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি