ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাইলে পুকুর থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার 

 সরাইল সংবাদদাতা

প্রকাশিত : ২২:৫৬, ২৪ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সরাইলে পুকুরের পানি হতে এক কিশোরের অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে উপজেলার নোয়াগাও ইউনিয়নের আখিতারা পূর্বপাড়া এলাকার  স্থানীয় ইউপি চেয়ারম্যান  জৈনিক কাজল চৌধুরীর পুকুরে লাশ দেখতে পাই স্থানীয়রা। 

খবর পেয়ে, শুক্রবার দুপুরে পুকুরের পানি হতে অজ্ঞাত ব্যক্তির  লাশ উদ্ধার করেন পুলিশ। এ বিষয়ে সরাইল থানায় জিডি করা হয়েছে। 

এ ব্যাপারে সরাইল থানার এসআই বশির আহমেদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অজ্ঞাত লাশের বয়স আনুমানিক ১৫  বয়সী। উদ্ধারকৃত মরদেহে জখমের কোন চিহ্ন পাওয়া যায়নি। সরাইল থানার ওসি আসলাম হোসেন এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি