ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

লঞ্চে আগুন: নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ২৫ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১০:২১, ২৫ ডিসেম্বর ২০২১

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের সন্ধানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। এদিকে ঢাকায় চিকিৎসাধীন দগ্ধ একজনের মৃত্যু হওয়ায় এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে।

শনিবার সকাল থেকে সুগন্ধা নদীতে শুরু হয়েছে উদ্ধার অভিযান। নিখোঁজদের সন্ধানে নদী তীরে অপেক্ষায় আছেন স্বজনরা। 

এদিকে ৩৬ জনের মৃতদেহ গ্রহণ করেছে বরগুনা জেলা প্রশাসন। এর মধ্যে ৪ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো রাখা হয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে। এর মধ্যে যাদেরকে শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ হস্তান্তর করা হবে। 

বাকিদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সরকারি ব্যবস্থাপনায় কবর দেয়া হবে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৩টায় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন অনেকে। তাদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) ও স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মৃত ব্যক্তিদের পরিবার প্রতি দেড় লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে। এছাড়া মৃতদের পরিবার প্রতি ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি