ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কলারোয়ায় দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৬, ২৫ ডিসেম্বর ২০২১

সাতক্ষীরার কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ ও সহায়তার অপরাধে একটি মামলা করেছেন। মামলা নং-৩১(১২)২১।

মামলার বাদী শনিবার (২৫ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে জানান, তার নাবালিকা কন্যা (১৫)কে কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামস্থ হাসপাতাল রোডের সামনে থেকে ২০ ডিসেম্বর সকাল ৬টার দিকে জোরপূর্বক মুখ চেপে ধরে প্রাইভেট কারে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

তিনি আরও বলেন, তার কন্যা কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের ১০ম শ্রেণীতে লেখাপড়া করে। উক্ত স্কুলে যাওয়ার পথে অপহরণকারী শফিকুল ইসলাম নানাভাবে তাকে উত্যক্তসহ কুপ্রস্তার দিয়ে আসছিলো। সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২০ ডিসেম্বর সকালে তার কন্যাকে অপরহণ করা হয়েছে। 

মামলার বাদী বলেন, শফিকুল একজন চরিত্রহীন লম্পট ও বখাটে। 

এঘটনায় তিনি বাদী হয়ে রঘুনাথপুর গ্রামের কাবিল হোসেনের ছেলে শফিকুল ইসলাম, টুটুল হোসেন ও মৃত কেদার গাজীর ছেলে কাবিল হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ।

এদিকে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান, অপহৃতাকে উদ্ধারের চেষ্টা চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি