ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ২৫ ডিসেম্বর ২০২১

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে সারাদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ। 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে শনিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামিকাল রোববার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু আহম্মেদ জানান, আমদানি-রপ্তানির বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টেযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।

চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা শিকদার জানান, বড়দিন উপলক্ষে শুধু শনিবার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি