ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন সেনাপ্রধান

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ২৫ ডিসেম্বর ২০২১

কক্সবাজারের সদর উপজেলার খুরুস্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার পরিদর্শনকালে প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। সকালে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে কক্সবাজারের পৌঁছান সেনাপ্রধান।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প হিসেবে এটি বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে। ভূমিহীন ৩ হাজার ৮০৮টি পরিবারকে পুনর্বাসনসহ এই জনগোষ্ঠির দারিদ্রতা হ্রাসের লক্ষ্যে এই প্রকল্প নির্মাণ করা হচ্ছে।

প্রকল্পটিতে ১১৯টি ৫তলা ভবন হবে। এছাড়া ধর্মীয় উপাসনালয়, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, খেলার মাঠ এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাসহ বিবিধ সুবিধাদি নির্মাণ করা হচ্ছে।

সকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে কক্সবাজারের খুরুস্কুলে এসে পৌঁছান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি