ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে ডাকাতির স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ১০  

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৮, ২৫ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতি হওয়া  ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৮ হাজার ৬৫০ টাকাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে  এসব তথ্য নিশ্চিত করেন, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, খোরশেদ আলম পিটু, ছালাউদ্দিন, মিজানুর রহমান মিজান, আবদুর রহিম, মো. আবদুল, মোশাররফ হোসেন, ফোরকান উদ্দিন, নুরুল ইসলাম ও সুমন চন্দ্র কুরীসহ ১০ জন। গ্রেপ্তারকৃতরা সবাই ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ৩ ডিসেম্বর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দূর্গাপুর গ্রামে ডাকাতির ঘটনায় ঘটে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলায় লক্ষ্মীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে ১০ গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৭ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি