ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ২১ ইউপিতে ভোটগ্রহণ শুরু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৯, ২৬ ডিসেম্বর ২০২১

উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ২১টি ইউনিয়ন পরিষদ ও দেলদুয়ার উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

রোববার সকাল ৮টা থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। ভোট চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। 

এখন পর্যন্ত জেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

দেশে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইল জেলার সদর, ভুঞাপুর ও ঘাটাইল উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ এবং দেলদুয়ার উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। 

২১ ইউনিয়নে মোট ২১৫টি কেন্দ্রে ১ হাজার ৩৬১টি ভোটকক্ষে ৫ লাখ ৬ হাজার ১৪৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯৭ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত সদস্য ২১৬ জন ও ৬৪০ জন সাধারণ সদস্য প্রতিদ্বন্দিতা করছেন। 

এদিকে, দেলদুয়ার উপজেলা সংরক্ষিত মহিলা ভাইসচেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুষ্ঠভাবে ভোটগ্রহণের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষায় র‌্যাবের ১৫টি টিম, পুলিশ, আনসার ও ৩০টি ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি