ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় ১৩ ইউপিতে ভোটগ্রহণ চলছে

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৬, ২৬ ডিসেম্বর ২০২১

বগুড়া জেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এক ইউনিয়নে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে বুরইল ভোটকেন্দ্রে ঢুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের মারপিটের অভিযোগ উঠেছে।

রোককার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। 

জেলার কাহালু উপজেলার ৮টি, নন্দীগ্রাম উপজেলার ৪টি ও সদর উপজেলার ১টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে সদরের এরুলিয়া ইউনিয়নে ইভিএম এবং ১২টি ইউপিতে ব্যালটে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 

সদর ইউনিয়নের বুরইল ভোটকেন্দ্রে নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র ঢুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের মারপিটের অভিযোগ উঠেছে। গণমাধ্যমকর্মীদেরও ভোট কেন্দ্রে ঢুকতে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে।

১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন, সাধারণ ওয়ার্ডে ৪১৫ জন ও এবং সংরক্ষিত ওয়ার্ডে ১৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি