ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ভোটকেন্দ্রে গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ২৬ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৭:৫৩, ২৬ ডিসেম্বর ২০২১

মাদারীপুরের রাজৈর উপজেলায় ইশিবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালীন একটি কেন্দ্রের ভোট দেখতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তার ডান হাতের দুটি আঙুল কেটে গেছে।

রোববার (২৬ ডিসেম্বর) ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে তিনি হামলার শিকার হন। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মামার ভোট দেখতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মামার পক্ষে বেশ কিছু দিন ধরেই তিনি প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। রোববার ভোটগ্রহণ চলাকালীন গাংকান্দি বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেয়ার চেষ্টা করছে- এ খবরে গোলাম রাব্বানী সেখানে যান। এসময় মোশারফ মোল্লার ছেলে তার উপর চড়াও হন। 

এক পর্যায়ে গোলাম রাব্বানীর ওপর ধারালো অস্ত্র নিয়ে তারা ঝাপিয়ে পড়ে কোপ দেন। রাব্বানী আঘাত ঠেকাতে গেলে তার ডান হাতের দুইটি আঙুল কেটে যায়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের আরও ৫ জন আহত হন। পরে স্থানীয়রা গোলাম রাব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে রাব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে মোশারফ মোল্লার লোকজন প্রকাশ্যে ভোট নেয়ার চেষ্টা করেছিল। পরে আমিসহ কিছু লোক গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে আমাকে অস্ত্র দিয়ে কোপ দিলে ঠেকাতে গিয়ে হাত কেটে যায়। পরে তাদের লোকজন আমাদের শারীরিকভাবে আহত করে। এ ঘটনার বিচার হওয়া উচিত। বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ করবো।’

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘কেন্দ্রের ভেতর তেমন কোনো কিছু হয়নি। কেন্দ্রের বাহিরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ভোট সুষ্ঠু ও নিরাপদভাবে হয়েছে। কোনো জাল ভোট বা ভোট কারচুপির ঘটনা ঘটেনি। বাইরে কিছু হলে সেটা তো আমার দেখার বিষয় না।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সাদিক বলেন, নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে। আমি এখনো রাব্বানীর ওপর হামলার কথা শুনিনি। তবে টুকটাক ঘটনা তো ঘটেছেই। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।’

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি