ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

লঞ্চের আগুনে দগ্ধ, শেরেবাংলায় চিকিৎসাধীন রোগিরা শঙ্কামুক্ত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৮, ২৭ ডিসেম্বর ২০২১

ঝালকাঠীর সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রোগীদের অনেককেই চিকিৎসা দেওয়া হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেলে। এই হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের সবার অবস্থা উন্নতির দিকে। চিকিৎসকরা জানিয়েছেন রোগীরা শঙ্কা মুক্ত।

হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, বর্তমানে চিকিৎসাধীন ৪১ রোগির মধ্যে ৩ জনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সবার অবস্থা উন্নতির দিকে।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মাসরুর রহমান বলেন, বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের ৫ সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ সদস্যসহ শেরেবাংলা মেডিকেলের ডাক্তার মিলে কাজ করছি। হাসপাতালে যারা ভর্তি রয়েছেন অধিকাংশ রোগী শঙ্কা মুক্ত।

এদিকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গঠন করা তদন্ত টিমের প্রতিনিধিরা চিকিৎসাধীন রোগিদের সাথে ঘটনার কারণ জানতে কথা বলছেন।

লঞ্চ দুর্ঘটনার কারণ জানতে ফায়ার সার্ভিসের গঠন করা টিমের প্রতিনিধি জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. বেলাল উদ্দিন বলেন, তদন্তের প্রয়োজনে এবং প্রকৃত কারণ জানতে তারা লঞ্চে থাকা যাত্রীদের সাথে দুর্ঘটনা সম্পর্কে কথা বলছেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি