ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৪, ২৭ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১০:৩৬, ২৭ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলগেট এলাকায় বাসে ট্রেনের ধাক্কায় এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। 

এছাড়া, নিহতের পরিবারকে ২৫ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

রোববার সন্ধ্যায় ঢাকা থেকে যাওয়া ট্রেনটি নারায়ণগঞ্জের রেলস্টেশনের ১ নম্বর গেটে একটি বাসকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়া হয়েছে আহত কয়েকজনকে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি