মৌলভীবাজারে বিদ্রোহী প্রার্থীদের জয়জয়কার
প্রকাশিত : ১০:৫৩, ২৭ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১০:৫৪, ২৭ ডিসেম্বর ২০২১
চতুর্থ দফায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের জয় হয়েছে বেশি।
বেসরকারি ফলাফলে দেখা যায় আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে জয়লাভ করেছে ৪ জন, নৌকা প্রতিক নিয়ে জয় পেয়েছেন ৩ জন। এর মধ্যে একজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই বিজয়ী হন। এছাড়া বিএনপি সমর্থিত এক প্রার্থী জয় পেয়েছেন।
বিজয়ীরা হলেন- ১নং ফতেপুর নিউনিয়নে নকুল চন্দ্র দাস (আ’লীগ বিদ্রোহী), ২নং উত্তরভাগে দীগেন্দ্র সরকার চঞ্চল (আ’লীগ বিদ্রোহী), ৩নং মুন্সিবাজারে রাহেল হোসেন(আ’লীগ বিদ্রোহী), ৪নং পাঁচগাঁওয়ে সিরাজুল ইসলাম ছানা (নৌকা), ৫নং রাজনগরে জুবায়ের আহমদ চৌধুরী (স্বতন্ত্র, বিএনপি), ৬নং টেংরায় টিপু খান (আ’লীগ বিদ্রোহী), ৭নং কামারচাকে আতাউর রহমান নৌকা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং ৮নং মনসুরনগরে মিলন বখত (নৌকা)।
এএইচ/
আরও পড়ুন