ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইউপি নির্বাচন: ঠাকুরগাঁওয়ে নৌকা ১৪, স্বতন্ত্র ৬টিতে বিজয়ী

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৫, ২৭ ডিসেম্বর ২০২১

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ ইউনিয়নের মধ্যে ১৪টিতে নৌকার ও ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রোববার দিনব্যাপী বিছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

২০ ইউনিয়নে বিজয়ী প্রার্থীরা হলেন- ১নং রুহিয়া ইউনিয়নে মনিরুল হক বাবু (নৌকা), ২নং আখানগরে রোমান বাদশা (নৌকা), ৩নং আঁকচায় সুব্রত কুমার বর্মন (নৌকা), ৪নং বালিয়াতে স্বতন্ত্র (বিএনপি) জুলফিকার আলী ভুট্টো (স্বতন্ত্র), ৫নং আউলিয়াপুরে আতিকুর রহমান (নৌকা), ৬নং চিলারং-এ ফজলুর রহমান (আ’লীগ বিদ্রোহী), ৭নং রহিমানপুরে আবু হাসান হান্নু (স্বতন্ত্র, বিএনপি), ৮নং রায়পুরে নুরুল ইসলাম (নৌকা), ৯নং জামালপুরে মোস্তাক আহমেদ (স্বতন্ত্র), ১০নং মোহাম্মদপুরে সোহাগ হোসেন (নৌকা)।

এছাড়া ১১নং সালান্দরে ফজলে এলাহী মুকুট চৌধুরী (স্বতন্ত্র), ১২নং গড়েয়ায় রইছ উদ্দিন সাজু (নৌকা), ১৩নং রাজাগাঁও-এ খাদেমুল ইসলাম সরকার (নৌকা), ১৪নং দেবীপুরে মোয়াজ্জেম হোসেন (নৌকা), ১৫নং নারগুনে শেরেকুল ইসলাম (নৌকা), ১৬নং জগন্নাথপুরে মোস্তাফিজুর লিটন (স্বতন্ত্র, বিএনপি), ১৭নং শুকানপুকুরে আনিসুর রহমান (নৌকা), ১৮নং বেগুনবাড়িতে বনি আমিন (নৌকা), ১৯নং রুহিয়া পশ্চিমে অনিল কুমার সেন (নৌকা), ২০নং ঢোলোর হাট ইউনিয়নে অখিল চন্দ্র রায় (নৌকা) বিজয়ী হয়েছেন।

এ উপজেলার ২০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি