ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

লঞ্চে আগুন: যুবকের লাশ উদ্ধার, ঝালকাঠিতে মামলা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৮, ২৮ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৩:৩৬, ২৮ ডিসেম্বর ২০২১

ঝালকাঠি লঞ্চঘাট সংলগ্ন সুগন্ধা নদীর দক্ষিণ তীর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স ৩৫ বছর হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসকর্মীরা। মরদেহের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। 

এ ঘটনায় মঙ্গলবার পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। 

আগুন থেকে প্রাণ বাঁচাতে নদীতে ঝাপিয়ে পড়াদের খুঁজতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকর্মীরা সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান চালাচ্ছেন।

এদিকে, যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গরবার ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখসহ আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। 

স্বজনহারা মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

এছাড়া, যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত টিমের তদন্ত কাজ অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের দলনেতা মো. সেলিম হোসেন জানান, উদ্ধারকৃত লাশটি তারা থানা পুলিশের হাতে হস্থান্তর করবেন। সেখান থেকে ময়না তদন্ত শেষে তার পরিচয় শনাক্তসহ লাশ হস্তান্তরের উদ্যোগ নেয়া হবে। তাছাড়া যতদিন একটি লাশও উদ্ধারের সম্ভাবনা থাকবে ততোদিন ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলবে, জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি