ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

লঞ্চে আগুন, স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৩, ২৮ ডিসেম্বর ২০২১

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে স্বজনদের বরগুনা সরকারি হাসপাতালে  ডিএনএ নমুনা সংগ্রহের কাজ দ্বিতীয় দিনের মতো চলছে। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে দ্বিতীয় দিনের মতো ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডি ফরেনসিক বিভাগের চার সদস্যের একটি টিম। 

লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজদের স্বজনদের এই নমুনা সংগ্রহ করা হচ্ছে। গতকাল নিখোঁজ ২৪ জনের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ বাকি ১১ জনের নমুনা সংগ্রহ করা হবে। 

সর্বোচ্চ একমাসের মধ্যে ডিএনএ নমুনা পরীক্ষার প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন টিম লিডার রবিউল ইসলাম।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি