ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে শুরু বুস্টার ডোজ প্রদান

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৮, ২৯ ডিসেম্বর ২০২১

মেহেরপুরে শুরু হয়েছে করোনার বুস্টার ডোজের টিকা প্রদান। জেলার ফ্রন্ট লাইনার ও ষাটোর্ধ্ব ১শ’ জনকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এসএমএস পাঠানো হয়। মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মনছুর আলম খান ও পুলিশ সুপার রাফিউল আলমকে টিকা প্রদানের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা স্টেডিয়াম মাঠে বুস্টার ডোজের টিকা প্রদান কর্মসূচি শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডঃ অলোক কুমার দাস।  

প্রতিদিন ২শ’ মানুষকে বুস্টার ডোজের টিকার এসএমএস পাঠানো হবে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, জেলায় করোনা ভ্যাক্সিনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ৬৯ হাজার ৩২২ জন। যেখানে প্রথম ডোজ সম্পন্ন করেছেন ১ লাখ ৬০ হাজার ৫৩২ জন মানুষ। যার শত করা হার ৫৮.৮০%। ২য় ডোজ সম্পন্ন করেছেন জেলার ১ লাখ ২৬ হাজার ২৬৮ জন মানুষ। যার হার ৪১.১২%। 

তবে, জেলার ৮০ শতাংশ মানুষের করোনার টিকা নেয়া হয়নি, এর মধ্যেই বুস্টার ডোজ শুরু হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডঃ অলোক কুমার দাস বলেন, আমরা চেষ্টা করছি জেলার ৯০ শতাংশ মানুষকে করোনার টিকার আওতায় আনার। তবে গ্রামের অনেক মানুষ টিকা নিতে অনাগ্রহ প্রকাশ করছেন। 

আগামী জানুয়ারি মাস থেকে গ্রাম পর্যায়ে ঘরে ঘরে গিয়ে করোনার টিকা প্রদানের সিদ্ধান্ত নিচ্ছে স্বাস্থ্য বিভাগ, জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি