ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাজশাহীতে করোনার বুস্টার ডোজ দেয়া শুরু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪২, ২৯ ডিসেম্বর ২০২১

রাজশাহীতে শুরু হয়েছে করোনার বুস্টার ডোজ টিকা প্রদান। প্রথম দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮শ’ ও পুলিশ লাইন হাসপাতালে ৪শ’ জনকে ফাইজারের টিকা দেয়া হয়। পর্যায়ক্রমে বাড়ানো হবে এর পরিধি।

বুধবার সকাল নয়টায় শুরু হয়ে এই টিকাদান চলে দুপুর ১টা পর্যন্ত। এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী। 

যাদের পুর্বে টিকা প্রদান ৬ মাস অতিক্রান্ত হয়েছে এবং এসএমএস পেয়েছেন, সেসব ষাটোর্ধ্ব ব্যক্তিরা প্রথম দিনে বুস্টার ডোজ গ্রহণের সুযোগ পেয়েছেন। 

রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, নগরীতে বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। শিগগিরই জেলার নয় উপজেলাতেও বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে।
 
তিনি আরও জানান, রাজশাহী জেলায় এ পর্যন্ত প্রথম ডোজ করোনা টিকা নিয়েছেন প্রায় ১২ লাখ সাড়ে ৬১ হাজার মানুষ। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় ৮ লাখ ৩৬ হাজার জন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি