ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইয়াবাসহ মাদক কারবারি আটক 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৯, ২৯ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে ইয়বাসহ মো: জহির উদ্দিন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। 

মঙ্গলবার রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের হাতিয়া থানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জহির হাতিয়ার পৌরসভার ৫নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে।

কোস্টগার্ড স্টেশন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম। অভিযানের এক পর্যায়ে পৌরসভার ৫নং ওয়ার্ডের হাতিয়া থানা সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় জহির উদ্দিনকে।

পরে তার দেহ তল্লাশি করে ১৬৮ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের ফুয়েল পেপার, ইয়াবা বিক্রির নগদ ২ হাজার ২৫০ পাওয়া যায়।

এদিকে, আটক হওয়া জহির উদ্দিনকে হাতিয়া থানায় সৌপার্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেছে।

এ ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, কোস্টগার্ডের হাতে আটক জহির উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি