ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাঙামাটিতে জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ২৯ ডিসেম্বর ২০২১

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দুই পক্ষের গোলাগুলিতে মারা গেছেন দুই জন। 

বুধবার দুপুরে উপজেলার রূপকারী ইউনিয়নের দুই কিলো নামক এলাকায় এই ঘটনা ঘটে। এখনও নিহত দু্দই জনের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ইউপিডিএফ গণতান্ত্রিক দল ও সন্তু লারমার জেএসএস দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই গোলাগুলির সূত্রপাত।এখন ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

ইউপিডিএফ কর্মীদের অভিযোগ, দলের উপজেলা সমন্বয়ক জেনন চাকমা দোকানে বসে ছিলেন। এ সময় সন্তু লারমার জেএসএস দলের লোকজন তাকে গুলি করে হত্যা করে। এরপরেই গোলাগুলি হয়। 

এদিকে পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে দুই জনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এরইমধ্যে মরদেহ দুটি হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি