ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

হাতিয়ায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২৩, ২৯ ডিসেম্বর ২০২১

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার চরকিং ইউনিয়নের একটি খাল থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পাশ্ববর্তী মেঘনা নদীর থেকে কয়েকদিন আগের মৃতদেহটি খালে ভেসে এসেছে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লকীয়া গ্রামের বাড়ির পাশ্ববর্তী খালের মধ্যে একটি নবজাতকের লাশ ভাসতে দেখেন পথচারীরা। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের লাশটি উদ্ধার করে।

হাতিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, উদ্ধারকৃত লাশটি অপরিপক্ষ। নির্দিষ্ট সময়ের আগে এটি ভুমিষ্ঠ হয়েছে। ধারণা করা হচ্ছে মেঘনা নদী থেকে পাশ্ববর্তী খালে ভেসে এসেছে শিশুতির দেহ। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি