ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় হয়ে গেল বিজয় দিবসের কনসার্ট

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ৩০ ডিসেম্বর ২০২১

কুয়াশার চাদরে মোড়ানো চারদিক। সেই সাথে হাড় কাঁপনো শীতের রাতে নওগাঁয় হয়ে গেল বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্পিড হেব্বি কনসার্ট। 

বুধবার রাতে নওগাঁর ঐতিহ্যবাহী প্রবাহ সংসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড স্পিডের সৌজন্যে নওগাঁ হাইস্কুল মাঠে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। 

কনর্সাটে সঙ্গীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পি হৃদয় খান, ব্যান্ডদল দাগ এবং সীমানাহীন। বিভিন্ন বয়সের হাজারো মানুষ কনসার্টটি উপভোগ করেন। 

এর আগে শহরের প্রাচীন সামাজিক সংগঠন প্রবাহ সংসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন আকিজ ফুড এন্ড বেভারেজের হেড অব অপারেশন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট আজম বিন তারেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইস্টাট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, প্রবাহ সংসদের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সভাপতি শফিউল আজম রানা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম টিটুসহ সংসদের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি