ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সৌদি থেকে আসা শিশুর পানিতে ডুবে মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ৩০ ডিসেম্বর ২০২১

ঢাকার নবাবগঞ্জে পানিতে ডুবে আব্দুর রহমান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তিন মাস পূর্বে সৌদি আরব থেকে মায়ের সাথে বেড়াতে আসে শিশু রহমান। 

বৃহস্পতিবার নিহতের পিতা সৌদি আরব থেকে আসার পর জানাজা শেষে মাঝির কান্দা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে তাকে।

এর আগে বুধবার উপজেলার মাঝিরকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশু আব্দুর রহমান সৌদি প্রবাসি মোঃ সুহেল মিয়ার একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খেলা করতে করতে বাড়ির বাহিরে চলে যায় আব্দুর রহমান। তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে নিহতের মা প্রতিবেশীর বাড়িতে খোঁজাখুজি করতে থাকেন। না পেয়ে সন্দেহ হলে বাড়ি থেকে একটু দূরে ডোবায় জাল দিয়ে খোঁজাখুজির এক পর্যায়ে মৃত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

জানা যায়, আব্দুর রহমান অনেক চঞ্চল ছিল। বাবা-মার সাথে সৌদি আরবে বসবাস করতো সে। তিন মাস পূর্বে মায়ের সাথে বেড়াতে আসে শিশু রহমান। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি