ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৪ তরুণী

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৭, ৩০ ডিসেম্বর ২০২১

ফেরত আসা চার তরুণী

ফেরত আসা চার তরুণী

Ekushey Television Ltd.

এক বছর পর দেশে ফিরেছেন অবৈধ পথে ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি তরুণী। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা তরুণীরা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে জুই আক্তার সাহিনুর (১৯), একই জেলার জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে নাসরিন শামিন (১৮), সাতক্ষীরা জেলার মন্নু গাজির মেয়ে রওশান আরা (২০) ও নারায়ণগঞ্জ জেলার আব্দুর রশীদের মেয়ে রওশান আরা সাথি (১৮) 

জানা যায়, অভাব অনটনের সংসারে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে এক বছর আগে অবৈধ পথে ভারতে পাড়ি জমায় তাঁরা। ভারতের হায়দ্রাবাদে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশ তাদের আটক করে। পরে সেখান থেকে রেসকিউ নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এসময় দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালির এক পর্যায়ে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহম্মেদ জানান, ফেরত আসাদের যশোর জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে। তারাই তরুণীদের নিজ পরিবারের কাছে তুলে দেবেন। 

জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রামা অফিসার মো. মুহিত হোসেন জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে পাচারকারীরা ভাল কাজের লোভ দেখিয়ে এদেরকে সীমান্তের অবৈধ পথে ভারতে পাচার করে। হায়দ্রাবাদে বাসা বাড়িতে কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয়ে জেলখানায় যায়। এরপর আদালতের মাধ্যেমে তারা রেসকিউ নামে একটি শেল্টার হোমে থাকে। এসব তরুণীদের নাম ঠিকানা সংগ্রহ করে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাভেল পারমিটে দেশে ফেরত আনা হয়। ইমিগ্রেশন ও পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে যশোর নিয়ে আমরা পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করব। ফেরত আসা তরুণীরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায়, তাহলে তাঁদেরকে সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি