ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪, আহত ২০

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ৩১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১২:২৭, ৩১ ডিসেম্বর ২০২১

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে একটি ভ্যানকে চাপা দেয়ার ঘটনায় এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। তাৎক্ষনিক ভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল দশটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রীজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রিবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাবার পথে শুক্রবার সকাল দশটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রীজ এলাকায় পৌছে। তখন নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়ক থেকে পাশ্বরাস্তায় ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ চারজন নিহত হয়। এঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি