ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৯, ৩১ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে পানি কমে যাওয়ায় নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি চলাচলের চ্যানেলে পলি পরে ভরাট হয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে ডুবোচর দেখা দিয়েছে। ফলে সঠিক ভাবে ফেরিগুলো চলাচল করতে পারছে না। এতে ঘাটে ফেরি ভিড়তে সময় লাগছে দ্বিগুন। 

বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানায়, নাব্যতা সংকটে কমে গেছে ফেরি চলাচল। এতে যানবাহন পারাপারে বেশ সমস্যা সৃষ্টি হচ্ছে। যানজটে আটকা পরে দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। গত তিন-চারদিন ধরে এ যানজটে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, ব্যাক্তিগত ছোট যানবাহন ও যাত্রীবাহি বাসও রয়েছে। নাব্যতা অপসরণে দুটি ড্রেজার দিয়ে ড্রেজিং করা হচ্ছে। 

শুক্রবার সকাল থেকে দৌলতদিয়া প্রান্তের ৫নং ফেরি ঘাট থেকে গোয়ালন্দের হ্যাচারি ও গোয়ালন্দমোড় মহাসড়কে ৮ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। এতে দীর্ঘ যানজটে আটকে আছে শত শত গাড়ি।

বিআইডব্লিউটিসি কতৃপক্ষ আরও জানায়, গত তিন-চার দিন ধরে মহাসড়কে যানজট লেগে আছে। শুক্রবার সাপ্তহিক ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ আরো বেড়েছে। কয়েশ’ যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। বর্তমানে ১৬টি ফেরি যানবাহন পারাপারে স্বাভাবিক রয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি