ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শীতবস্ত্র বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ৩১ ডিসেম্বর ২০২১

টাঙ্গাইল জেলার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শুক্রবার টাঙ্গাইলের সরকারি শিশু (বালিকা) পরিবার মাঠ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, যুবনেতা অ্যাডভোকেট মামুনুর রশীদ।      

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম সর্দার আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবদুর রহিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাহ আলম, সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মোঃ জাফর আলী খান, সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাজিদ খান।

এছাড়াও জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি