ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নড়াইলে ট্রাকের ধাক্কায় নিহত ১ 

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২০:২২, ৩১ ডিসেম্বর ২০২১

নড়াইল-যশোর সড়কের তুলারামপুর এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় ধানমাড়াই করা গাড়ির চালক নিহত হয়েছে। নিহতের নাম শতদল হাওলাদার (৩০)। 

এ ঘটনায় মুলিয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর প্রবীর বিশ্বাস (৪৫) গুরুতর আহত হন। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সদরের মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের শতদল হাওলাদার তুলারামপুর বাজার থেকে ধানমাড়াই করে এলাকায় ফিরছিলেন। পথিমধ্যে তুলারামপুরে নির্মাণাধীন সেতুর কাছে আসলে পেছন থেকে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় শতদল হাওলাদার নিহত হন। এ সময় ধানমাড়াই গাড়িতে থাকা একই গ্রামের প্রবীর বিশ্বাস গুরুতর আহত হন। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সদর থানার ওসি শওকত কবির বলেন, এ দুর্ঘটনায় নতুন বাস টার্মিনাল এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।তাকে আটকের চেষ্টা চলছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি