ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ফিরছে কর্মব্যস্ত মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ২৯ জুন ২০১৭ | আপডেট: ১৫:০০, ২৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

গ্রামের বাড়ীতে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে আবারও রাজধানীতে ফিরছে কর্মব্যস্ত মানুষ। তবে, এখনো ফিরতি পথে যাত্রীদের চাপ কম। বাস- ট্রেন- লঞ্চে তেমন ভিড় নেই। স্বস্তিতে ঢাকায় ফিরতে পেরে সন্তুষ্ট নগরবাসী।
শেকড়ের মায়া কাটিয়ে আবারও কর্মস্থল রাজধানী ঢাকায় ফিরছে মানুষ।
তবে, এখনো ফিরতি পথে যাত্রীদের তেমন চাপ নেই। গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অনেকটা স্বাচ্ছন্দেই ফিরছেন যাত্রীরা।
বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী নিয়ে কমলাপুর স্টেশনে ফিরছে অনেক ট্রেন। সিডিউলে খুব বেশি বিপর্যয় না হওয়ায় সন্তোষ জানিয়েছেন যাত্রীরা।
আর যাত্রীদের ভ্রমন নির্বিঘœ করতে পেরে খুশি সংশ্লিষ্টরা।
দক্ষিণাঞ্চল থেকে যেসব লঞ্চ সদরঘাটে আসছে, তাতেও যাত্রী তুলনামূলক কম।
তবে, শুধু রাজধানীতে আসা নয়, ঈদ পরবর্তী ছুটিতেও যাচ্ছেন অনেকে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি