ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

শেখ ফজলুল হক মনি-আরজু মনি অক্সিজেন ব্যাংকের কম্বল বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ৩১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২৩:২২, ৩১ ডিসেম্বর ২০২১

যশোরের শেখ ফজলুল হক মনি আরজু মনি অক্সিজেন ব্যাংকের আয়োজনে শহরের অসহায় মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (৩১ ডিসেম্বর) শহরের রেলরোড এলাকায় বিজয়ের সুবর্নজয়ন্তী ও শেখ ফজলুল হক মণির জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই আয়োজন করে সংগঠনটি। এসময় শতাধিক অসহায় শীতার্থদের মাঝে কম্বল ও মাস্ক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু, সাবেক ছাত্রলীগ নেতা নিয়াজ মাহমুদ শাহীন, ডা. জিকে মন্ডল, স্কুল শিক্ষক সন্তোষ রায়, শেখ ফজলুল হক মনি আরজু মনি অক্সিজেন ব্যাংকের সদস্য পলক বিশ্বাস, সজীব শীল, কৌশিক শীল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়ের তত্ত্বাবধানে যশোরে শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংক  মানবিক নানা কর্মসূচি পালন করছে

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি