ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নতুন বছরের প্রথম দিন গাজীপুরে বই বিতরণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৫, ১ জানুয়ারি ২০২২

গাজীপুরে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক স্তর ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মঝে বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।

গাজীপুরের ৫টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক স্তরের ৩ হাজার ৫২১টি বিদ্যালয়ে ৫ লাখ ২২ হাজার ৭১ জন শিক্ষার্থীদের মঝে ২৪ লাখ ৭৫ হাজারটি নতুন বই বিতরণ করা হয়। 

এছাড়া মাধ্যমিক স্তরে ৫৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৩ হাজার ৫৪৮ জন শিক্ষার্থীদের মাঝে ৭২ লাখ ১৫ হাজার ৭৫টি নতুন বই বিতরণ করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি