ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২১, ১ জানুয়ারি ২০২২

নোয়াখালীর সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় দাউদ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নির্যাতিতার দায়ের করা মামলার ৪নং এজাহারভূক্ত আসামী।

শুক্রবার রাতে নির্যাতিতা বাদী হয়ে সুধারাম থানায় ৪ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে দাউদকে গ্রেপ্তার করে, সে পশ্চিম মহতাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী ঢাকায় বাবুর্চির চাকরি করেন। ওই নারী গ্রামের বাড়িতে একা থাকেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে একই এলাকার মো. দাউদসহ তিনজন কৌশলে তাঁর বসতঘরে ঢুকে। পরে তারা সংঘবদ্ধ হয়ে পালাক্রমে ওই নারীকে জোরপূর্বক গণধর্ষণ করে। এসময় তাদের মধ্যে অন্য একজন ঘরের দরজায় পাহারা দেন। পরে বিষয়টি প্রথমে স্থানীয় চর মটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাবুলকে জানান ওই নারী। তাঁর পরামর্শে পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ করে সে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, নারীর লিখিত অভিযোগ পাওয়ার পরই এজাহারভূক্ত আসামি দাউদকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলার অপর তিন আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।নির্যাতনের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার দুপুরে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী দাউদকেও শনিবার দুপুরে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি