ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

টেকনাফে পাহাড়ী ছড়ায় হাতির মৃত শাবক প্রসব

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩০, ১ জানুয়ারি ২০২২

কক্সবাজার টেকনাফের পাহাড়ি ছড়ায় বন্যহাতির একটি মৃত শাবক পাওয়া গেছে। বনবিভাগ ধারণা করছে শাবকটি মৃত অবস্থায় প্রসব করা হয়েছে। শনিবার (১ জানুয়ারী) বিকাল ৩ টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের ২২ নম্বর পুটিবনিয়া ক্যাম্পের পেছনে রইক্ষ্যংয়ের পাহাড়ী ছড়ায় শাবকটি মৃত অবস্থায় উদ্ধার করে পুঁতে ফেলা হয়।

হোয়াইক্যং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এসিএফ) তারেক রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় কিছু লোক মৃত শাবকটি দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেয়।

বন বিভাগের সূত্রে জানা যায়, ওই এলাকা দিয়ে বন্যহাতি চলাচল করত। পাশাপাশি পানি পান করতে ওই ছড়ায় হাতির দল প্রতিনিয়ত আসা-যাওয়া করে। এর মধ্যে ওই এলাকার পার্শ্ববর্তী স্থানে মিয়ানমার থেকে আসা প্রায় ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।

এসিএফ তারেক রহমান বলেন, রাতে শাবকটি প্রসব করে। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি, মা হাতিসহ তিনটি হাতি শাবকটিকে পাহাড়া দিচ্ছে। পরে কৌশলে শাবকটি উদ্ধার করে দেখা যায় শাবকটি মায়ের পেটে মারা যায়।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের কারণে হাতির খাদ্যাভাবের চরম সংকট দেখা দেয়। হয়তো শাবকটি পেটে থাকায় মা হাতিটি পর্যাপ্ত খাদ্য পাইনি, যার কারণে পেটে মারা যেতে পারে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি