ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০০, ১ জানুয়ারি ২০২২

সাতক্ষীরার কলারোয়ায় মাটি ভর্তি ট্রলি নিয়ে চলাচলে রাস্তা নষ্ট করার প্রতিবাদ কারায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের গাইনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় কলারোয়া থানায় আহতদের পক্ষে ওই গ্রামের মাওলা বকস গাজীর মেয়ে মনোয়ারা খাতুন বাদী হয়ে সাঈদ, জাহিদ, মিজানুর ও সাদ্দাম হোসেকে বিবাদী করে একটি অভিযোগ দিয়েছেন। আহত মমতাজ খাতুন (৩৫), রুবিনা খাতুন (৩৩), কুলসুম বিবি (৬৫), শাহাজাহান (৪৮) জানান, (এসডিএফ) গাইন পাড়া গ্রাম সমিতির সদস্যদের উদ্যোগে তাদের বাড়ীর সামনে কাচা রাস্তাটিতে ইট বসানো হয়। 
গত কয়েকদিন ধরে ওই এলাকার হোসেন আলী তার সদ্য নির্মিত ঘরে ট্রলিতে করে মাটি নিয়ে যাচ্ছেন। এতে করে রাস্তাটির কয়েক স্থানে ভেঙ্গে নষ্ট হয়ে যায়। এতে গাইন পাড়া গ্রাম সমিতির সদস্যরা প্রতিবাদ করাতে সাঈদ, জাহিদ, মিজানুর ক্ষিপ্ত হয়ে রাস্তা থেকে ইট নিয়ে মমতাজ, রুবিনা, কুলসুম বিবি, শাহাজাহানকে আঘাত করে।

এসময় তাদের আঘাতে মমতাজ, রুবিনাকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
কেআই//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি