ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ২ জানুয়ারি ২০২২

বরিশালের মুলাদীতে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন মোটরসাইকেলের তিন আরোহী। 

রোববার দুপুরে মুলাদী-মীরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়ইয়া কা‌জিরচর এলাকার ইদ্রিস হাওলাদার, হারুন এবং রাজীব। তাদের মধ্যে রাজীব ওমান প্রবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে কাজিরহাট ঈদগাহ এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাইকটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের তিন আরোহী।

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি