ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পুকুর থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ২ জানুয়ারি ২০২২

নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ড কৃষ্ণণারামপুর এলাকার পুকুর থেকে প্রিয়ন্তা ভাস্কর (১১) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। 

রোববার সকালে ইসলামিয়া সড়কের সুইপার কলোনির পাশ্ববর্তী বন বিভাগের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মৃত প্রিয়ন্তা ভাস্কর ওই কলোনির রঞ্জিত ভাস্করের মেয়ে। সে হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার বড়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বন বিভাগের পুকুরের মধ্যে প্রিয়ন্তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কলোনির লোকজন। পরে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের স্বজনরা জানান, চলতি বছরে পঞ্চম শ্রেণি পাস করে ষষ্ঠ শ্রেণিতে উঠেছিল প্রিয়ন্তা। সকালে ঘর থেকে কাপড় নিয়ে দোয়ার জন্য বন বিভাগের পুকুর যায় সে। পুকুরে ঘাট থেকে পা পিছলে পুকুরে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে, জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি